মাগুরা প্রতিনিধি : আজ সোমবার থেকে মাগুরা প্রেসক্লাবে শুরু হয়েছে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য ৩দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবির) এ প্রশিক্ষণের আয়োজন করে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া জেলা সদর ও বিভিন্ন উপজেলার ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন। মাগুরা প্রেসক্লাব সদস্য সচিব শরীফ আমিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাঃ মাহবুবর রহমান। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুম।

প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান, ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষণ মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ। আগামী ১৯ আগস্ট শেষ দিনে পিআইবির মহা পরিচালক মোঃ শাহ্ আলমগীর প্রশিক্ষন সমাপন ও সনদপত্র প্রদান করবেন। একইভাবে আগামীকাল ১৮ আগস্ট থেকে প্রেসক্লাব সভা কক্ষে শুরু হবে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের জন্য ৩দিনব্যাপী কর্মশালা।


(আরআই/এসসি/আগষ্ট ১৭,২০১৫)