বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বান্দরবান জেলাব্যাপী বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাট-বাজার বর্জন কর্মসুচী পালনের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি ( জেএসএস )।

ইতিমধ্যে পাহাড়ী ছাত্রপরিষদ এই কর্মসুচী সফল করার জন্য পাড়ায় পাড়ায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে।

এদিকে এই কর্মসুচীর সাথে একাত্মতা প্রকাশ করবে কিনা জানতে চাইলে বান্দরবান বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক রাজু দাস জানান, দোকান পাট বন্ধ রাখা কিংবা খোলা রাখার বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত হয়নি। সমিতির সভাপতি মোঃ আলী বান্দরবান আসলে জেলা সদরের আরো ৭/৮টি সংগঠনের নেতৃবৃন্দদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত দেয়া হবে।

অপরদিকে জেমসএস’র এই ব্যতিক্রমী অসহযোগ আন্দোলন মানতে নারাজ পাহাড়ী-বাঙ্গালীর অধিকাংশ মানুষ। তাদের ভাষ্য, রাজনৈতিক ইস্যু তুলে জেএসএস চুক্তি করেছে সরকারের সাথে। এই চুক্তির সাথে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা ছিল না। অসহযোগ আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের ব্যবসা বানিজ্য বন্ধ করে দেয়া অমানবিক এবং মানবাধিকার পরিপন্থি। স্থানীয় পাহাড়ী বাঙ্গালী লোকজনকে কষ্ট না দিয়ে ও তাদের ব্যবসার ক্ষতি না করে নিয়মাতান্ত্রিক ও রাজনৈতিক ভাবে সমস্যার সমাধান করার উপর গুরুত্বারোপ করেছেন তারা।

বাজারের অধিকাংশ ব্যবসায়ী জানান, আন্দোলনের সাথে ব্যবসার কোন সম্পর্ক থাকতে পারে না। আন্দোলনের জায়গায় আন্দোলন আর ব্যবসার জায়গায় ব্যবসা। তাই হাট-বাজার বর্জন কর্মসুচী পালনের কোন যুক্তি নেই। তারা দোকান পাট খোলা রাখার পক্ষে মতপ্রকাশ করেন এবং সংগঠনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

অপরদিকে জেএসএস নেতা জলিমং জানায়, জেলার ৭ উপজেলায় শান্তিপূর্ন এই কর্মসুচী সফল করার জন্য সংবাদ পৌঁছানো হয়েছে। এই কর্মসুচীতে কাউকে বাধ্য করা হয়নি। আমাদের পক্ষ থেকে হাট বাজার বর্জন কর্মসুচী পালন করার আহ্বান করা হয়েছে। এখন কোউ যদি পালন না করে তাহলে সেটি তার ব্যক্তিগত বিষয়।

শহরে টমটম চলাচলের নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি জানান, হাটবার হিসেবে বিভিন্ন এলাকা থেকে শহরে অগনিত মানুষের সমাগম ঘটে। তারা যদি শান্তিপূর্ণ কর্মসুচীকে স্বাগত জানিয়ে হাট বাজারে না আসে সে ক্ষেত্রে দিনের টমটম ভাড়া গুনতে গিয়ে তারা ক্ষতিগ্রস্থ হবে। টমটম চালকরা ক্ষতিগ্রস্থ হোক সেটা আমরা চাই না। তাই সংগঠনের পক্ষ থেকে টমটম চালকদের কাউকে নিষেধ করা হয়নি। কেউ টমটম চালালেও ক্ষতি নেই না চালালেও ক্ষতি নেই।

(এএফবি/এলপিবি/আগস্ট ১৮, ২০১৫)