শরীয়তপুর প্রতিনিধি: মহিলাদের কথা কাটাকাটি, তারপর চুলোচুলি আর তা থামাতে গিয়ে ঝগড়ারত মহিলাদের ছুঁড়ে মারা কাঠের পিঁড়ির আঘাতে নিহত হয়েছে এক বৃদ্ধ কৃষক।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে ৪ নারীকে আটক করেছে পুলিশ ।

শরীয়তপুর সদর পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মোতালেব সরদারের মেয়ে রিমা আকতার ও একই গ্রামের হামেদ সরদারের স্ত্রী সাজেদা বেগমের সাথে পাটের আঁশ ছাড়ানোকে কেন্দ্র করে বাড়ির পার্শ্বে রাস্তায় ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আরো ৩ মহিলা ঝগড়ায় অংশ নিলে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় পাশের খালে পাট ধুইতে ছিলেন কৃষক নুরুল ইসলাম মাদবর (৬০)। তিনি মহিলাদের ঝগড়া ও মারামারি থামাতে গেলে সাজেদার দিকে রিমার ছুঁড়ে মারা পিঁড়ি নুরুল ইসলামের মাথায় লেগে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। দুই ঘন্টা পরে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সে মারা যায়।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পালং মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে ৪ মহিলাকে আটক করে থানায় নিয়ে এসেছে। আটককৃত মহিলারা হলো আব্দুল হামিদ সরদারের স্ত্রী সাজেদা আক্তার (৩২), রোকন মোল্লার স্ত্রী রিমা আক্তার (২৩), মোতালেব সরদারের কন্যা খুশি আক্তার (১৯) ও লাবনী আক্তার (১৭)। এদিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পালং মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৪ মহিলাকে আটক করেছি। নিহতের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

(কেএনআই/এলপিবি/আগস্ট ১৮, ২০১৫)