গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: জাতীয় শোক শোক দিবস উপলক্ষে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সোমবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল রব হাওলাদারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, সৈয়দা মনিরুল নাহার মেরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান।

বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা আওয়ামীলগি নেতা আবু সায়েদ নান্টু, জয়নাল খোন্দকার, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, অধ্যক্ষ মাওলানা কাওছার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েদ রাঢী, সভাপতি সৈয়দ মাহাবুব আলমসহ স্থানীয় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

(বিএসবি/এলপিবি/আগস্ট ১৮, ২০১৫)