বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় দরিদ্র পরিবারের সন্তান লুনা আক্তার এচইএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেলেও তার শিক্ষা জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

লুনা উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সোবহান মৃধার মেয়ে। সে ডাসার শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগ জিপিএ-৫ পেয়েছে।

তার ইচ্ছে ডাক্তার হওয়ার, কিন্তু বর্তমানে অর্থাভাবে মেডিকেল কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সে দৈনিক ৬-৭ ঘন্টা লেখাপড়া করত। সে দিনের চেয়ে রাতে বেশী লেখা পড়া করত। বাবা দরিদ্র সোবহান মৃধা কৃষিকাজ করে কোন রকমে সংসার চালাচ্ছেন। লুনা মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিলো। তিনবোন ও দুই ভাইয়ের মধ্যে লুনা তৃতীয়। তার মা নাসিমা বেগম একজন গৃহনী। দরিদ্র পরিবারে মেয়ে লুনা বহুকষ্টে এই কৃর্তিত্ব অর্জন করলে তার ভবিষ্যত স্বপ্ন অন্ধকারে। তার ইচ্ছা লেখাপাড়া করে ডাক্তার হয়ে দেশের গরীব রোগীদের সেবা করা।

(টিবি/এলপিবি/আগস্ট ১৯, ২০১৫)