নীলফামারী প্রতিনিধি : ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৈয়দপুর বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় ফিরে গেছে ইউএস বাংলার একটি ফ্লাইট। এই ফ্লাইটে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ৪৭ যাত্রী ছিলেন।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় রওনা হওয়া ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল সকাল ৭টা ৫০ মিনিটে। কিন্তু ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ল্যান্ড করতে পারেনি। প্রায় ২৫ মিনিট সৈয়দপুরের আকাশে অপেক্ষা করে ফ্লাইটটি ঢাকা ফিরে যায়।

ইউএস বাংলা সৈয়দপুর স্টেশন ইনচার্জ রাকিব মুস্তাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ফিরতি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার কথা ছিল ৬৩ যাত্রীর। কিন্তু ফ্লাইটটি ল্যান্ড করতে না পারায় তারা ভোগান্তীতে পড়েছেন।

(ওএস/এএস/আগস্ট ২০, ২০১৫)