নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুর ২টায় নওগাঁ জেলার সাপাহার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদর কার্যালয়ের হলরুমে ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত বাজেটঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন, তিলনা ইউপি চেয়ারম্যান আ. রহমান কল্লোল, সাপাহার বাজার বনিক সমিতির সভাপতি মতিউর রহমান, ইউপির বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানে ইউপি সচিব মহিদুল ইসলাম লিপু ইউনিয়নবাসীর জন্য আগামী ২০১৪-২০১৫ইং অর্থ বছরের ১ কোটি, ১২ লাখ ৯০ হাজার ৫৯ টাকা ইউপির সম্ভাব্য আয় এবং ১ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৩ শ’ ৮৬ টাকা সম্ভাব্য ব্যয় নির্ধারন করে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন।
(বিএম/এএস/মে ২২, ২০১৪)