নারায়ণগঞ্জ প্রতিনিধি : চাঞ্চল্যকর সাত খুন মামলায় আটক র‌্যাবের দুই সাবেক কর্মকর্তার পক্ষে আইনী লড়াই করতে আসা এক আইনজীবী এজলাসেই বেধড়ক মারপিটের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের এজলাসে এ ঘটনা ঘটে। বিচারক এজলাস ত্যাগ করার পর বিক্ষুব্ধ আইনজীবীদের রোষাণলে পড়ে ঢাকা থেকে আসা অ্যাডভোকেট মোজাম্মেল হক।

প্রত্যক্ষদর্শীরা, র‌্যাবের দুই কর্মকর্তার পক্ষে আইনী লড়াই করার জন্য ঢাকা থেকে বিকেলে আদালতে আসেন অ্যাডভোকেট মোজাম্মেল হক। আসামিদের পক্ষে শুনানি করার জন্য তার নাম লেখা হয়। এ ঘটনা জানার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত আইনজীবীরা।

শুনানি শেষে দুই র‌্যাব কর্মকর্তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক এজলাস ত্যাগ করার পরেই বিক্ষুব্ধ আইনজীবীরা ঝাপিয়ে পড়েন অ্যাডভোকেট মোজাম্মেল হকের ওপর। এসময় উপস্থিত আইনজীবী এজলাসের মধ্যে বেধড়ক মারপিট শুরু করেন তাকে। এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে।

পরে ওই আইনজীবী আদালত পাড়া ত্যাগ করে ঢাকার দিকে রওনা দেন।

(আরকে/অ/মে ২২, ২০১৪)