সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আদিবাসী হিন্দু কলেজ ছাত্র পঙ্কজ সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন কর্মসুচি ও বিক্ষোভ মিছিল কর্মসুচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শহরের চৌরাস্তা মোড় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিরাজগঞ্জ জেলা জোটের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট নেতা অনিল দাস, সুরেশ সিং, জেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার কানু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, হারুন অর রশিদ খান হাসান, নিহত কলেজ ছাত্র পঙ্কজ কুমার সরকারের মাতা নীলী বালা সরকার, বোন বন্দনা রানী সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ১৬ মে রাতে কলেজ ছাত্র পংকজকে চিহ্নিত দুর্বৃত্তরা মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১৯ মে তার মৃতদেহ দুলাল সেখের বাড়ির সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করা হয়। কিন্তু আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কোন পদক্ষেপ নিচ্ছেনা পুলিশ।

(এসএস/এলপিবি/আগস্ট ২০, ২০১৫)