বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনে পুলিশের আন্তরিক ভূমিকা চাই’, ‘নিরাপরাধ কলেজ ছাত্র সাদিকের মুক্তি চাই’, বৃহস্পতিবার দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ বড়লেখা’ আয়োজিত ব্যানারে বড়লেখা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সাদিক আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে পৌর শহরের উত্তর চৌমুনী এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের শিক্ষক ময়নুল ইসলাম, ব্যবসায়ী কবির উদ্দিন, কামরান হোসেন, ইসলাম উদ্দিন, কুদ্দুস আলী, সমাজসেবক আজির উদ্দিন, শফিক উদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান, সমছ উদ্দিন, মঈন উদ্দিন মাষ্টার, ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম, ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, সুমন আহমদ, জুনেদ আহমদ, আবির হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া নিরাপরাধ বড়লেখা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র সাদিকের নিঃশর্ত মুক্তি ও তার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত ৭ জুলাই উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র সুজাউল হরিনগর গ্রামের মৃত ছমির উদ্দিন কালার পুত্র হোসেন আহমদ (২১) নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে অসাবধানতা বশত গাছ থেকে পুকুরে পানিতে পড়ে মারা যান। এ ঘটনার ১ মাস পর নিহত হোসেনের বড় ভাই হাসান আহমদ গত ১২ আগস্ট বড়লেখা থানায় সাদিক ও তার পিতাসহ মোট ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ সাদিক ও তার পিতা ফারুকসহ মোট ৬ জনকে আটক করে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন।

(এলএস/এএস/আগস্ট ২০, ২০১৫)