আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দুর্নীতি আর অনিয়মের অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মু. কামরুল হাসান সেলিমকে ওএসডি করা হয়েছে। তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
 

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার উপসচিব (পার-২) এ কে এম ফজলুল হক এ নির্দেশ দেন। গতকাল এ নির্দেশ বরিশালে এসে পৌছে। এর আগে বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওএসডি করার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হয়নি।

জানা গেছে, বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে লিনেন ধৌত করণ সামগ্রী সরবরাহ ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগে মেসার্স মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম, শেবাচিম পরিচালক কামরুল হাসান সেলিমসহ ১৭ জনকে বিবাদী করে একটি নালিশি মামলা করেন।

(টিবি/এএস/আগস্ট ২০, ২০১৫)