মেহেরপুর প্রতিনিধি:ঔষধ উৎপাদন করার মতো হেকিম না হয়েও কারখানা খুলে কবিরাজি ঔষধ উৎপাদন করার দায়ে গাংনীর মালসাদহ গ্রামে মজিবর রহমান নামের এক হেকিমের ১ বছরের কারাদন্ড,১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। হেকিম মজিবর একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ অপরাধে তার কারখানা ও হেকিমী দাওয়াখনা নামের প্রতিষ্ঠান দুটি সিলগালাও করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে কারাখানায় উৎপাদিত হাজার হাজার বোতল ঔষধ জব্দ করেছে আদালতের টিম।

বৃহস্পিতিবার দুপুর ২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ জোহরা এ আদালত পরিচালনা করেণ। এ সময় মেহেরপুরের ড্রাগ সুপার এস এম সুলতানুল আরেফীন ভ্রাম্যমান আদালতকে সহযোহগীতা করেণ।

ভ্রাম্যমান আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা জানান, ঔষধ উৎপাদন করতে হলে হেকিমের এ ক্যাটাগরি লাইসেসন্স থাকা লাগে। অথচ হেকিম মজিবর বি ক্যাটাগরির হেকম হয়েও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কারখানা খুলে বিভিণœ ধরণের ঔষধ উৎপাদন করার অপরাধে তাকে ১ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

(আইএম/এসসি/আগষ্ট ২০,২০১৫)