কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি :কাপাসিয়া উপজেলার কাপালেশর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী শিরিন আক্তার(১৪) এর সাথে নরদা গ্রামের সামসুল হকের বিদেশ ফেরত পুত্র রাসেল(২৫) এর বিয়ের প্রস্তুতির সময় কাপাসিয়া থানা পুলিশের উপস্থিতিতে তা পন্ড হয়ে যায়। এই ঘটনায় পুলিশ ৪ জনকে আটকের পর মুছলিকা নিয়ে ছেড়ে দিয়েছে বলে এলাকাবাসী জানান।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহসপতিবার গভীর রাতে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নরদা গ্রামের সামসুল হকের বিদেশ ফেরত পুত্র রাসেল মিয়া(২৫)অভিভাবকে সম্মতি ছাড়াই কয়েক জন বন্ধু নিয়ে কাপালেশর গ্রামের সূজালির বাড়িতে যায় বিয়ে করার জন্য। সূজালির মেয়ে এ বছর কাপালেশ^র উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। সংবাদ পেয়ে কাপাসিয়া থানার এএসআই ও সিংহশ্রীর ক্যাম্প ইনচার্জ মিজনূর রহমানের নেতৃত্বে পুলিশ উপস্থিত হলে কাজী ও মৌলভী পালিয়ে গেলে বিয়ে পন্ড হলে যায়।

এসময় পুলিশ বিয়ে বাড়ি থেকে বর সাজে রাসেল মিয়া, তার চাচাত ভাই আমিনুল(২২), কনের ভাই দুলাল মিয়া(৪০) ও দুলালের মেয়ে নাজমিন(১৫) কে আটক করে সিংহশ্রী ক্যাম্পে নিয়ে যায়। আজ শুক্রবার সকালে অভিভাবক ও স্থানীয় জন প্রতিনিধিদের অনুরোধে মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুছলিকা নিয়ে অভিভাবকদের জিম্বায় আটকৃতদের ছেড়ে দেয় পুলিশ।

(এসডি/এসসি/আগষ্ট২১,২০১৫)