রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩৭ জন সদস্যকে আভ্যন্তরীণ বদলি করা হয়েছে।

শুক্রবার দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহম্মেদ এ আদেশ দেন। বিকেলে রাজশাহী মহানগর পুলিশ সদর দফতরের রিজার্ভ অফিসার আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় তাদের বদলি করা হলো। বদলি করা কনস্টেবলদের আরএমপি’র বিভিন্ন থানা, নগর বিশেষ শাখা ও গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে।

তবে আরএমপি’র একটি সূত্র জানিয়েছে, বদলি হওয়া ৩৭ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবস্যায় জড়ানোসহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় তারা এমন অভিযোগে জড়িয়েছেন। এরই প্রেক্ষিতে আরএমপি কমিশনার তাদের আভ্যন্তরীণ বদলি করেন।

এর আগে, গত ৮ আগস্ট মহানগর গোয়েন্দা পুলিশের ৫ জন কনস্টেবল ও শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

(ওএস/এএস/আগস্ট ২১, ২০১৫)