সিরাজগঞ্জ প্রতিনিধি  : গত কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে আসা পানির কারনে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৬৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকালে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। হটাৎ করে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারনে অন্যান্য শাখা নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার অন্তত ৫০টি গ্রামের নিন্মাঞ্চল প্লবিত হয়ে পড়েছে।

এর ফলে তলিয়ে গেছে কয়েক’শ হেক্টর রোপা আমন ক্ষেত ও মাছের জলাশয়। এছাড়া সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় সর্বক্ষনিক তদারকী করা হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন বন্যা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়া সকল উপজেলা নির্বাহী অফিসারকে দিক নির্দেশনা দেয়া হয়েছে।


(এসএস/এসসি/আগস্ট২২,২০১৫)