গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ কায়দায় ফেন্সিডিল পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি কাঠের গুড়াসহ ৮’শ ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে কাঠের গুড়া ভর্তি একটি ট্রাক (বগুড়া-ড-১১-২০৭) দিনাজপুর জেলার ঘোড়াঘাট হতে পলাশবাড়ী বন্দরে আসার উদ্দেশ্যে উপজেলা সদরের কালুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পৌছলে ট্রাক চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে এসআই বলাই সরকার, এসআই হাবিবুল বাহার, এসআই মুছা, এসআই নাজমুল, এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত ৮’শ ৩৫ বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খরব পেয়ে গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। থানায় মাদকদব্য আইনে একটি মামলা করা হয়েছে।

(আরআই/এলপিবি/আগস্ট ২২, ২০১৫)