তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রধান মন্ত্রী কর্তৃক শাপলা কাব এ্যাওয়ার্ডে অংশ গ্রহনের পুর্ব প্রস্তুতি হিসেবে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চকরসুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী কাব হলিডে ও কাব অভিযান শুরু হয়েছে।

রবিবার এ কাব হলিডে’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ। চকরসুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত কাব হলিডে’র পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মাহমুদুর রহমান, বাংলাদেশ স্কাউট, সহকারী লিডা ও সিরাজগঞ্জ জেলার সাবেক কাব লিডার একেএম আব্দুল মজিদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি (এসএমসি) আলহাজ্ব কোরবান আলী মাস্টার, সহসভাপতি ও ইউপি সদস্য মোজাম্মেল হক, চকরসুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক প্রমুখ। প্রশিক্ষক আব্দুল মজিদ জানান, প্রধান মন্ত্রী কর্তৃক শাপলা কাব এ্যাওয়ার্ড পাওয়ার জন্য পুর্ব প্রস্তুতি হিসেবে ক্যাম্পেইন হলি’ডে এবং কাব কার্নিভাল করতে হয়। কাব হলিডে ক্যাম্পেইন এ তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চকরসুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন।

উল্লেখ্য গত বছর সিরাজগঞ্জ জেলার মধ্যে একমাত্র তাড়াশের চকরসুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন ছাত্রছাত্রী শাপলা কাব এ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগদান করেছিল।

(এমএমএইচ/এলপিবি/আগস্ট ২৩, ২০১৫)