সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জামায়াত নেতা মাদ্রাসা শিক্ষক সদর উপজেলার ঘোনা গ্রামের মোশারফ হোসেনকে (৪৯) গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল ৯টার তাকে সাতক্ষীরার সীমান্তবর্তী ছয়ঘরিয়া আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসার সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত জামায়াত নেতা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমীর। তিনি স্থানীয় ছয়ঘরিয়া আব্দুস সাত্তার দাখিল মাদ্রসার সহকারী সুপার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি পরবর্তী নিজ এলাকা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে জামায়াত নেতাদের সঙ্গে অংশ নেন তিনি। তার বিরুদ্ধে সহিংসাতসহ গাছ ও রাস্তা কেটে যানবাহন চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা আছে। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। রবিবার সকাল ৯টার দিকে তিনি নিজ কর্মস্থল আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসা মোড়ে অবস্থান করকালিন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

(আরকে/পি/অাগস্ট ২৩, ২০১৫)