নওগাঁ প্রতিনিধি : রবিবার রাত ৮টার দিকে ঘুষের ১০ হাজার টাকাসহ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহকে আটক করেছে দুদক। মৎস্য বিভাগের এক কর্মকর্তার ডিপিএসের ঋন বরাদ্দের চিঠি অগ্রগতি করার জন্য তিনি এই ১০ হাজার টাকা ঘুষ নেন। রাত সাড়ে ৮টায় তাকে নওগাঁ সদর মডেল থানায় সোপর্দ্দ করে দুদক। নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নওগাঁ মৎস্য খামারের ম্যানেজার মাহফুজুর রহমান তার ডিপিএসের বিপরীতে ঋন বরাদ্দের আবেদন করেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। কিন্তু জেলা মৎস্য অফিসার ওবাইদুল্লাহ ওই আবেদনটি ফরোয়ার্ড করতে ১০ হাজার টাকা ঘুষ দাবী করেন। একপর্যায় খামার ম্যানেজার দুদক কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে রবিবার নোটে দুদকের স্বাক্ষর করা ১০ হাজার টাকা তাকে প্রদান করেন। সন্ধ্যায় দুদক তার শরীর তল্লাশী করে তাদের স্বাক্ষরিত টাকা তার কাছে পায়। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে থানায় সোপর্দ্দ করা হয়।

(বিএম/এসসি/আগষ্ট২৩,২০১৫)