রাজশাহী বিশ্ববিদ্যালয়:‘আঁধারই শেষ কথা নয় সূর্যটাও আছে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন করছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অনুশীলন নাট্যদল। আজ সোমবার বেলা ১১টার দিকে কালো ব্যাচ ধারণ করে র‌্যালি বের করে সংগঠনটির সদস্যরা।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন থেকে শুরু হয়ে ক্যা¤পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাবি উপ-উপাচর্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ২০০৭ সালের এই দিনে ছাত্র-শিক্ষকদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৬৯ এর গণঅভ্যূত্থান, স্বাধীনতা আন্দোলন, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তৎকালীন তত্ত্বাবধায়কের নামে সেনা সরকার আমাদের উপর নির্যাতন করে আমাদের গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চেয়েছিলো। কিন্তু তারা সফল হতে পারেনি।’

দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকরের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন অনুশীলন নাট্যদলের প্রতিষ্ঠাতা অধ্যাপক মলয় কুমার ভৌমিক, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।


(কেএ/এসসি/আগস্ট২৪,২০১৫)