চাঁদপুর প্রতিনিধি : মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চান্দ্রাকান্দির বেড়িবাঁধ সড়কে সিএনজি স্কুটার থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ রেনু বেগম (৩০) ও সিএনজি স্কুটার চালক টিটু বেপারী (২১)কে আটক করেছে।

জানা যায়, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কে মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে এএসআই আলমগীর হোসাইন সঙ্গীয় ফোর্স যানবাহনে অভিযান চালিয়ে চান্দ্রাকান্দি বেড়িবাঁধ সড়কে সিএনজি স্কুটার থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ রেনু বেগম (৩০) ও সিএনজি স্কুটার চালক টিটু বেপারী (২১)কে আটক করে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মেয়ে ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শহীদনগর গ্রামের আকাশের (ট্রাক চালক) স্ত্রী রেনু বেগম। রেনু বেগম বর্তমানে থাকেন ঢাকার যাত্রাবাড়ি। মতলব উত্তর থানার উত্তর টরকীর ছেলে টিটু বেপারী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান, মাদক ব্যবসায়ারী মতলব উত্তরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। আমাদের তৎপরতায় তাদের সে উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। আটককৃতরা পেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার পথে আমরা তাদেরকে আটক করেছি। মাদক নিয়ন্ত্রণে আমরা সফলতা সাথে কাজ করছি।


(এমজে/অ/মে ২২, ২০১৪)