পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :পীরগঞ্জ কে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বিডি এন্ড ইউএসএ ফিস্ হ্যাচারীজ’র স্বত্ত্বাধিকারী আমেরিকার টেক্সাস প্রবাসী পীরগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আবু জাফর মোঃ জাহিদ (নিউ) হেলিকপ্টারযোগে পীরগঞ্জে ৩ টি স্থানে সমাবেশ করেছেন।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৪ টা পর্যন্ত সভাগুলো উপজেলা সদরের বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ, খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠ ও চতরাহাটে অনুষ্ঠিত হয়েছে।

খালাশপীরের সমাবেশে কলেজটির অধ্যক্ষ আলহাজ্ব মোমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রকল্পটির তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, ব্যবসায়ী সাইদুর রহমান, শ্রমিক নেতা- ডিপটি মিয়া, প্রভাষক সামসুজ্জামান সরকার, মাহে আলম মিঠু প্রমুখ।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের লক্ষে খালাশপীরের সমাবেশে প্রায় ২০ হাজার মানুষের উদ্দেশ্যে ‘নিউ’ বক্তব্য প্রদানের সময় বলেন- উন্নত প্রযুক্তিতে অধিক ঘনত্বে মাছ চাষে উৎসাহী করতেই এই প্রচারনা চালানো হচ্ছে। এ ছাড়াও তিনি তার পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার বিভিন্ন প্রকল্প, পোষাক, চামড়া, কুটির শিল্পসহ ৯টি প্রকল্পের কথা উল্লেখ করেন। আগামী ২৮ আগষ্ট নিউ লাইফ ফাউন্ডেশন’র উদ্বোধন করা হবে বলে সমাবেশে বলা হয়।

(জিকেবি/এসসি/আগস্ট২৫,২০১৫)