পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী ডিডাব্লিউএফ প্যারামেডিক ইনস্টিটিউটের ৩য় ব্যাচের ২০১৪- ১৫ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীর মাঝে সুইসকন্টাক্ট অর্থায়নে শিক্ষাবৃত্তির সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ডিডাব্লিউএফ প্যারামেডিক ইনস্টিটিউটের আয়োজনে স্কাউট ভবন মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

ডিডাব্লিউএফ প্যারামেডিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ, স্বাস্থ্য পবিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ জাফর আহমেদ হাকিম, ডিডাব্লিউএফ প্যারামেডিক ইনস্টিটিউটের চেয়ারম্যান এ্যাড. মোঃ সাহাবুদ্দিন, কোর্স কো-অডিনেটর পিযুষ কান্তি হরি, পোজেক্ট অফিসার সুইজ কন্ট্রাক্ট মোঃ সাইফুল ইসলাম, নোভারটিস বাংলাদেশ ও কমিউনিকেশন করপোরেট অ্যাফেয়াস এক্সিকিউটিভ তাহসিন মোহাম্মদ ইকবাল। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, জাহানারা হারুন, পৌর কাউন্সিলর দেলোয়ার আকন, প্রমুখ। এসময় ডিডাব্লিউএফ প্যারামেডিক ইনস্টিটিউটের ৩য় ব্যাচের ২০১৪- ১৫ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীর মাঝে সুইস কন্ট্রাক্ট অর্থায়নে প্রত্যেককে ৫৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির সদন প্রদান করা হয়।

(এসডি/পি/অাগস্ট ২৫, ২০১৫)