নওগাঁয় ই-জিপি সচেতনতামুলক কর্মশালা
নওগাঁ প্রতিবেদক: বুধবার শহরের মুক্তির মোড়ে ইডেন চাইনিজ রেস্তঁরা ও কমিউনিটি সেন্টারে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ (দ্বিতীয় সংশোধিত) কর্মশালা উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেহেদী উল সহিদ। মুল আলোচক ছিলেন, সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী শেখ শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন, ট্রেনিং ম্যানেজার বাদল হায়দার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মামুনুর রহমান প্রমুখ। সরকারী ক্রয়ে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সুষ্ঠু বাস্তবায়ন ও প্রসারের জন্য সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলা পর্যায়ে সরকারী ক্রয়কারী সংস্থার প্রতিনিধি, টেন্ডারার, সাংবাদিক ও সুধিজন অংশ নেন। বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম এই কর্মশালার আয়োজন করে।
(বিএম/এলপিবি/আগস্ট ২৬, ২০১৫)