কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক, আগুনমুখা ও রাবনাবাদসহ বিভিন্ন নদীর মোহনায় বুধবার দিনভর কোষ্টগার্ড ও মৎস্যবিভাগ অভিযান চালিয়ে লক্ষাধিক মিটার কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের মাছ ধরার জাল আটক করেছে।

আটককৃত জাল পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন মাঠে ওইদিনই পুড়িয়ে ফেলা হয়েছে।

পায়রা কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. শামসুর রহমান জানান, অভিযানের টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেননি।

কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা মো .কামরুল ইসলাম জানান, কারেন্ট জাল দিয়ে সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ। তাই সরকারি নির্দেশ অমান্য করে মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(এমকেআর/এলপিবি/আগস্ট ২৬, ২০১৫)