বিনোদন ডেস্ক, ঢাকা : বাঙালি সংস্কৃতির বিকাশ ও প্রবাসী বাঙালিদের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ এবং বাংলাদেশের চলচ্চিত্রের বর্হিদেশীয় বাজার সৃষ্টি করার লক্ষ্যে ২০০০ সাল থেকে রেইনবো ফিল্ম সোসাইটি লন্ডন শাখা বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে। যা পরবর্তীতে ২০০৮ সাল থেকে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল রূপে আত্নপ্রকাশ করে।

এরই ধারাবাহিকতায় আগামী ২৫ মে থেকে ০১ জুন লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চদশ রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল লন্ডন ২০১৪। উৎসবে প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তিনটি চলচ্চিত্র।

লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে ২৬ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রর্দশিত হবে সামিয়া জামান নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আকাশ কত দূরে’। এ সময় চলচ্চিত্রটির পরিচালক সামিয়া জামান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

একই স্থানে একই সময়ে ২৭ মে এবং ২৯ মে প্রদর্শিত হবে যথাক্রমে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ এবং খালিদ মাহ্ম‍ুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’।

(ওএস/এইচআর/মে ২৩, ২০১৪)