সাতক্ষীরা প্রতিনিধি : নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাকা মারায় এক নারীর মৃত্যু ও দু’শিশুসহ আটজন জখম হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পারুলিয়া ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম রোমেছা বেগম (২৭)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের রিক্সাচালক নূর ইসলামের স্ত্রী। আহতরা হলেন, নিহতের স্বামী নূর ইসলাম (৩৯), তাদের দু’ শিশু, আজমিরা খাতুন (৯), আব্দুল্লাহ (৫), কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার সদরের মোসলেমউদ্দিন মালিথার ছেলে এলজিআরপি কর্মী মোক্তার হোসেন (৫৫)। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী বিরতিহীন এক্সপ্রেস যশোর- জ-১১-০১০৬ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পারুলিয়া ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী সরদারবাড়ির মোড়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের একটি সৃষ্টিফুল গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে বাসটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। ঘটনাস্থলে নিহত হন রোমেছা বেগম। আহত হন কমপক্ষে আট জন। আহতদেরকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শাজাহান আলী জানান, এখানে চিকিৎসাধীন আহত চারজন বিপদমুক্ত।

দেবহাটা থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

(আরকে/পি/অাগস্ট ২৬, ২০১৫)