লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার কুমড়ী গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক চেয়ারম্যান কে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউপি’র কুমড়ী গ্রামের পশ্চিম পাড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মৃত গোলাম রসুল শেখের ছেলে ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের মৃত বারি শেখের ছেলে বনি শেখ সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে গত রবিবার (২৩ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। আধা ঘন্টা ব্যাপি সংঘর্ষের সময় সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ তার লাইসেন্সকৃত শর্ট গান দিয়ে গুলি করলে ইলিয়াস মীর (৫৭) ঘটনাস্থলে নিহত হয়। নিহত ইলিয়াস কুমড়ী গ্রামের মৃত সাহেব আলী মীরের ছেলে ও বনি শেখের সমর্থক ছিলেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, হত্যাকাঁদর ঘটনায় বুধবার রাতে নিহতের ভাই সৈয়দ হিদায়েত আলী বাদী হয়ে সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশসহ ৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬, তারিখ ২৬/০৮/১৫ইং। এদিকে, হত্যাকাণ্ডের পর পরই কুমড়ী গ্রামে সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ সমর্থিত লোকজনদের চাষকৃত ঘেরের মাছ ও গবাদি পশু লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

(আরএম/পি/অাগস্ট ২৬, ২০১৫)