নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজশাহীতে ‘শয়তান তাড়ানোর’ নামে নির্যাতনে একজন সাঁওতাল নারীর মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।

রাজশাহীর তানোরে চুনিয়াপাড়ায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ফুলমনি মুরমু নামের নামের ওই নারীকে স্থানীয় একটি গির্জায় চিকিৎসার নামে লাঠি দিয়ে পেটানো ও নানাভাবে নির্যাতন করা হয়।

তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শয়তান তাড়ানোর নামে নির্যাতনেই ফুলমনির মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ফুলমনির মাথাব্যথা আর বুকে সমস্যা হচ্ছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় দুই মেয়ে আরতি মার্ডি আর শেফালি মার্ডিকে নিয়ে তানোরের মুণ্ডুমালা মিশন ‘সাধুজন মেরী ভিয়ান্নী’ গির্জায় যান।

শেফালি মার্ডি এজাহারে অভিযোগ করেছেন, গির্জার ফাদার তাঁকে দেখে বলেন, তাঁর শরীরে অশুভ শক্তি ভর করেছে। গির্জার শিক্ষিকা বিলাসী সরেনকে সেই শক্তি দূর করতে বলেন। ঝাড়ফুঁকের একপর্যায়ে বিলাসী বলেন যে, ফুলমনির শরীরে রাক্ষস ভর করেছে। এরপর তারা আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে লাঠি দিয়ে তাকে পেটান এবং শরীরের উপর উঠে লাথি মারেন।

রাত একটার দিকে ঘটনাস্থলেই ফুলমনির মৃত্যু হয়।

বুধবার অভিযোগ পাওয়ার পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

(ওএস/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)