ডেস্ক রিপোর্ট : গরম থেকে এসে অনেক সময়ই দেখা যায় খাওয়ায় অরুচি দেখা দেয়, খেতে ইচ্ছে করে না। আবার খেলেও অস্বস্তি বোধ হয়। এমন গরমে কেমন হওয়া উচিত নিত্যদিনের খাদ্য তালিকা? বয়স-স্বাস্থ্য-পেশা-পারিবারিক সব কিছু মিলিয়ে একেকজনের খাদ্য তালিকা একেক রকম। এমন অবস্থায় খাদ্যাভাসে একটু পরিবর্তন আনলে সুস্থ ও স্বাভাবিক থাকা যায়।

বাজার থেকে কিনে আনা ফল ও সবজি কিছুক্ষন জলে ডুবিয়ে রাখুন। তাতে ক্ষতিকর পদার্থ বেরিয়ে যাবে। ভালও থাকবে।

(ওএস/এইচআর/মে ২৩, ২০১৪)