গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য বছরের পর বছর জেলে কাটিয়েছেন। আর এ দেশের মানুষকে উপহার দিয়েছে বাংলাদেশ নামক স্বাধীন এক ভূখন্ড।

বৃহস্পতিবার বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে সোমবাজার মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই মাসে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে নারী উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক অগ্রগতির গলা চেপে ধরেছিল। বাংলাদেশ পেছনের দিকে চলছিল। হত্যা, সন্ত্রাস, দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল আমাদের এই প্রিয় জন্মভূমি। কিন্তু ওই দুষ্কৃতিকারীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো ইনশাল্লাহ।

তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মফিজুর রহমার খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা ও তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ২৭, ২০১৫)