শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও পানিবন্দী প্রায় সহস্রাধিক মানুষের দুর্দশা এখনও কাটেনি।

পানিতে ডুবে গেছে গোচারন ভুমি। এখনও ঘরবাড়ি হতে পানি না নামায় গরু ছাগল হাঁস মুরগি নিয়ে পানিবন্দী লোকেরা আছে বিপাকে।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দিনভর উপজেলার ১৩টি ইউনিয়নে বরাদ্ধকৃত ১০ মেট্রিকটন চাল ও ৫০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ওয়ালীউদ্দিন, শাহজাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ আবু ওয়াদুদ, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার চুন্নু ।

(এআরপি/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)