নড়াইল প্রতিনিধি : এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ২৯ আগস্ট শনিবার নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এর আগে চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।

এ সময় ছবি আঁকার মধ্য দিয়ে আর্টক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। পরে চিত্রপ্রদর্শনী উদ্বোধন করা হয়। অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেন, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডুসহ সুলতান ভক্তরা। ২৮ আগস্ট উৎসব শেষ হবে। মেলায় বিভিন্ন পণ্যের স্টল বসেছে। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে তিনদিনব্যাপী (২৬-২৮ আগস্ট) সুলতান উৎসব পালিত হয়। উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

(টিএআর/পি/অাগস্ট ২৮, ২০১৫)