দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে প্রায় ৪০ লাখ মূল্যের ১লাখ ৯৮হাজার আমদানি নিষিদ্ধ ভারতীয় সিটিজেন ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ওষুধ জব্দ করে বিজিবি।

বিজিবির হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমান বলেন, একদল চোরাচালানি ভারত থেকে আমদানী নিষিদ্ধ ওষুধ পাচার করে দেশে আনছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঐ এলাকায় অবস্থান নেয়। সীমান্ত বেয়ে চোরাচালানিরা দেশের অভ্যন্তরে ঢোকার পরপরই বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওষুধের প্যাকেটগুলো ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ১ লাখ ৯৮ হাজার পিস ভারতীয় সিটিজেন ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানক মূল্য ৪০ লাখ টাকা।

(এসিজিএ/পি/অাগস্ট ২৮, ২০১৫)