স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্লাব বার্সার হয়ে জিতেছেন সবকিছুই। তবে জাতীয় দলের হয়ে হিসাবের খাতাটা শূণ্য। এ নিয়ে কম কথা শুনতে হয় না লিওনেল মেসিকে। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির সঙ্গে টাইব্রেকারে পরাজয়। এরপরই মেসিকে নিয়ে সমালোচনার পারদ যেন বাড়ছে ধীরে ধীরে। প্রশ্ন উঠেছিল আর্জেন্টিনার প্রতি তার দেশাত্মবোধ নিয়েও। এ কারণেই মাঝে খবর এসেছিল, সমালোচনায় ত্যক্ত-বিরক্ত মেসি বিদায় নিতে পারেন আর্জেন্টিনার ফুটবল থেকেই।

তবে দেরিতে হলেও সেই গুঞ্জনে পানি ঢেলেছেন বার্সা সুপারস্টার। ইএসপিএন রেডিওকে বলেছেন, ‘কখনোই বলিনি, জাতীয় দলে আর খেলব না।’এরপর রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন সংবাদমাধ্যমের ওপর, ‘তারা যা করেছে, এর বেশি কিছু করতে পারবে না। এ ধরনের খবরের সঙ্গে অভ্যস্ত।’

আগামী মাসে যুক্তরাষ্ট্রে বলিভিয়া ও মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে প্রসঙ্গে মেসি জানিয়েছে, ‘সামনে আমাদের কিছু প্রীতি ম্যাচ আছে। কোচ ডাকা মাত্র জাতীয় দলে খেলতে প্রস্তুত আমি।’

মেজর দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপার দেখা পাননি মেসি। যা পোড়ায় তাকেও। টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার তাই উন্মুখ হয়ে আছেন দেশের হয়ে বড় কোন শিরোপা জিততে।

(ওএস/পি/অাগস্ট ২৮, ২০১৫)