স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইয়ান বেল। তার ভাবনায় এখন শুধুই টেস্ট ক্রিকেট। লংগার ভার্সনে ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

 

ইংলিশদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান বেল। কিন্তু সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে তার ব্যাটে রানখরা ছিল চোখে পড়ার মতো। পাঁচ ম্যাচের ৯ ইনিংসে ব্যাট করে ২৬.৮৭ গড়ে করেন ২১৫ রান। তিনটি ফিফটি করলেও একটি সেঞ্চুরির দেখাও পাননি। এমন পারফরম্যান্স বেলের নামের সঙ্গে একেবারেই বেমানান। এর পর থেকেই তার অবসর প্রসঙ্গটি আলোচনায় আসে।

ইংল্যান্ডের দৈনিক মেট্রো’তে লেখা কলামে বেল উল্লেখ করেন, ‘আমি নিজের টেস্ট ক্যারিয়ারে আরো মনোযোগী হতে চাই। এজন্যই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছি। ইংল্যান্ডের হয়ে টেস্টে ক্রিকেটে এখনো অনেক কিছু দেওয়ার আছে। এ ফরমেটে নিজের ফর্ম নিয়ে আমি আত্মবিশ্বাসী।’

সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তাই পাকিস্তান সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে নতুন উদ্যমে মাঠে নামবেন বেল!

ইংল্যান্ডের হয়ে ১৬১টি ওয়ানডে ম্যাচে ৩৭.৮৭ গড়ে ৫,৪১৬ রান করেছেন বেল। ৩৫টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে চারটি শতক। ইংলিশদের হয়ে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে পাঁচ হাজারি রানের ক্লাবে আর একজনই আছেন। তিনি আর কেউ নন, সাবেক ‍তারকা অলরাউন্ডার পল কলিংউড। ১৯৭ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫,০৯২ রান।

(ওএস/এএস/আগস্ট ২৯, ২০১৫)