শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শনিবার সকাল ১০টায় উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) শাহজাদপুর কার্যালয়ে নারী জাগরণের উপর বিশেষ সেমিনার ও ইউডিপিএস ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম’র উপর লেখা “জীবনের জয়যাত্রা” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গ্রন্থ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক চন্দন বসাক।

উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) এর প্রতিষ্ঠাতা ও “জীবনের জয়যাত্রা” গ্রন্থের সম্পাদনা উপদেষ্টা এএফএম আখতার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতাউর রহমান পিন্টু, জনতা ব্যাংকের সাবেক এজিএম রওশন আলী ও ইউডিপিএস’র অর্থায়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যথেকে বক্তব্য রাখেন ডা. মিল্লাত আলী, অঞ্জনা দত্ত, অর্চনা রাণী, নুরজাহান বেগম প্রমুখ।

“জীবনের জয়যাত্রা” গ্রন্থের প্রকাশনা উৎসবে এ গ্রন্থের লেখক ও সম্পাদক মাগফুর হোসেন খান নিজাম স্বাগত বক্তব্যে এ গ্রন্থটির বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথি শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান এদিন আনুষ্ঠানিক ভাবে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

(এআরপি/এলপিবি/আগস্ট ২৯, ২০১৫)