বিনোদন ডেস্ক : ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের কথিত মোদিবিরোধী টুইটের অভিযোগে বৃহস্পতিবার নয়াদিল্লিতে তুলকালাম কাণ্ড ঘটেছে।

শাহরুখের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি তাঁর পোস্টার পোড়ানো হয়েছে। অথচ শাহরুখ আগেই পরিষ্কার করেছেন, ওই টুইট তাঁর নয়।

শাহরুখের নামে ভুয়া ওই টুইট প্রকাশ করে বিতর্কের ঝড় তোলার পেছনে কলকাঠি নেড়েছেন অভিনেতা, প্রযোজক ও লেখক কমল রশিদ খান।

কমল রশিদ খান (কেআরকে) ১৮ মে শাহরুখের টুইটের ভুয়া একটি স্ক্রিন শট প্রকাশ করেন। সেখানে শাহরুখের মন্তব্য ছিলো, ‘আমি বিশ্বের সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, যদি নরেন্দ্র মোদি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে আমি কেবল টুইটারই নয়, ভারত ছেড়ে চিরদিনের জন্য চলে যাব।’

শাহরুখের এই ভুয়া টুইটের স্ক্রিন শটের নিচে কমল তাঁর টুইটার বার্তায় লেখেন, ‘এটা কি সত্যি? শাহরুখ ভারত ছাড়ার চ্যালেঞ্জ করছেন, নাকি করছেন না?’

কেবল শাহরুখই নয়, বিজেপির পক্ষ থেকেও জানানো হয়, মন্তব্যটি শাহরুখের নয়। মোদিবিরোধী টুইটের পেছনে এসআরকে নয়, কলকাঠি নেড়েছে কেআরকে।

বরাবরই রাজনৈতিক মন্তব্য করা থেকে দূরে থেকেছেন শাহরুখ। তিনি নিজেকে রাজনীতিবিমুখ ব্যক্তি বলেও ঘোষণা দিয়েছেন। এত কিছুর পরও গতকাল ভারতের একটি উগ্রপন্থী দলের সদস্যরা রাস্তায় নেমে শাহরুখের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শাহরুখের পোস্টারে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

(ওএস/এটিআর/মে ২৩, ২০১৪)