কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: জমিয়াতুল মোদার্রেছীন কাপাসিয়া উপজেলা শাখার  আয়োজনে আজ শনিবার সকালে উপজেলার কাপাসিয়া সিনিয়র মাদ্রাসা হল রুমে দিন ব্যাপী ওয়েব সাইড ব্রাউজিং ও শিক্ষা ক্ষেত্রে এর ব্যবহার শীষর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জমিয়াতুল মোদার্রেছীন কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিমিন হোসেন রিমি এম. পি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার আনিসুর রহমান, কাপাসিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ডা: এম এ কাদের, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কাপাসিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, জমিয়াতুল মোদার্রেছীন কাপাসিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ।

দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৬৫টি মাদ্রাসা থেকে ২ জন করে ১৩০ জন শিক্ষক শিক্ষিকা অংশ নেয়।

(এসকেডি/এলপিবি/আগস্ট ২৯, ২০১৫)