বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে শুক্রবার সকাল সাড়ে ১০টায় চিম্বুক-থানছি সড়কের উদ্ধোধন করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক উদ্ধোধন শেষে তিনি বলেন, পার্বত্যাঞ্চলের পর্যটন খাতের উন্নয়নে অভ্যন্তরিন সড়কের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। কক্সবাজারের মেরিনড্রাইভ প্রকল্প ১৮-২০ বছর ধরে পড়ে আছে। প্রতি বছর এক কোটি ২ কোটি বরাদ্দ দেয়া হয়, এটি সাগরে বিলিন হয়ে যায়। পরিকল্পনা মন্ত্রীকে নিয়ে এটি দেখবো। সড়ক উন্নয়নে যা যা করা দরকার সব কিছু করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, সেনা ইঞ্জিনিয়ার কোরের প্রধান প্রকৌশলী মেজর জেনারেল আব্দুল কাদির, এস ডব্লিউ ও এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওহাব, সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

পরিকল্পনা মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটনের উন্নয়নের পাশাপাশি মৌসুমী ফল বাগানেরও উন্নয়ন করা হবে। প্রতিটি কৃষককে বিনা সুদে ঋণ দিয়ে পার্বত্যাঞ্চলের প্রতি ইঞ্চি জমি ফলজ বাগানের আওতায় আনা হবে। জুস প্লান্টএর পরিকল্পনাও চলছে বলে জানান মন্ত্রী। এ ছাড়াও পর্যটন খাতে যাতে ব্যক্তি পর্যায়ে ইনভেস্ট করতে পারে সে ব্যাপারেও সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী।

উদ্ধোধনী অনুষ্ঠান শেষে চিম্বুক সেনা ক্যাম্পের সড়কের পাশে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ৩টি ফলজ গাছের চারা রোপন করেন।

সমুদ্র পৃষ্ট হতে ২০০০ ৩০০০ ফুট উচ্চতায় পাহাড়ের চুড়ায় আঁকা বাঁকা চিম্বুক-থানছি ৫৩.৫ কিলোমিটারের সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৩ কোটি ৮৮ লক্ষ ৭১ হাজার টাকা। সড়কটি নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৩ সালের অক্টোবর মাসে।

(এএফবি/জেএ/মে ২৩, ২০১৪)