সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির পরিচয়ে সাংবাদিকের  নিকট মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবীর ঘটনা ঘটেছে।

অন্যথায় তার একমাত্র ছেলেকে অপহরণ করে, হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই সাংবাদিক তাড়াশ থানায় সাধারণ ডায়েরী করেছেন।

জানা গেছে, তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও দৈনিক করতোয়া পত্রিকার তাড়াশ প্রতিনিধি মেহেরুল ইসলাম বাদল'কে শুক্রবার রাত ৮টার দিকে ০১৬২৫ ২৯৩২৬৬ নম্বর মুঠোফোন থেকে রনজিত নামের এক ব্যক্তি তাঁর মোবাইলে নিজেকে সর্বহারা পার্টির নেতা পরিচয় দেয়।

সে জানায়, সর্বহারা পার্টির অনেক নেতা কর্মী কারাগারে আটক ও পলাতক থাকায় তাদের মুক্তি ও পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য সাংবাদিক মেহেরুল ইসলাম বাদলের কাছে ৫ লাখ টাকার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় এ সময় তার একমাত্র ছেলেকে অপহরণ করে, হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ওই সাংবাদিক তাড়াশ থানায় সাধারণ ডায়েরী করেন।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বলেন, মোবাইলের সূত্র ধরে সর্বহারা পার্টির নামে চাঁদা দাবির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া ওই অপরাধীরা সনাক্ত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএস/এলপিবি/আগস্ট ৩০, ২০১৫)