গাইবান্ধা প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর দূর্গম চর থেকে ৩০টি গরু লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে দুই জন আহত হয়েছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাম্মেল হক জানান, শনিবার রাত ১টায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার চরে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনজু মিয়া বলেন, রাতে একদল সশস্ত্র ডাকাত তিস্তা নদীতে নৌকা যোগে কাজিয়ার চর গ্রামে ঢুকে বন্দুক ধরে বাড়ি মালিককে জিম্মি করে গোয়াল থেকে ৩০টি গরু লুট করে। এসময় আশপাশের গ্রামবাসীরা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ৪ রাউন্ড বন্দুকের গুলি ছুঁড়ে নৌকায় গরু নিয়ে পালিয়ে যায়। এতে দুইজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

(আরআই/এলপিবি/আগস্ট ৩০, ২০১৫)