চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় তিন ব্যবসায়ীকে দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ তিনজনকেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ''মিঠাছড়া বাজারের গাংচিল পেট্রোল পাম্পের মালিক ইমরান ও তার ম্যানেজারসহ তিনজন একটি ব্যাগে করে পূবালী ব্যাংকে টাকা জমা দিতে আসছিলেন। এ সময় ব্যাংকের নিচে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা মটরসাইকেলে করে এসে গুলি করে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।'' তবে ক'জন ছিনতাইকারী এতে অংশ নিয়েছিল সেটি পরিষ্কার করে বলতে পারছেন না নাঈমুল হাছান।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ আহমেদ ভূইয়া বলেন, ''স্থানীয়দের তথ্যে থেকে জানা গেছে, প্রায় ১৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।''

(ওএস/এসসি/আগস্ট৩০,২০১৫)