স্টাফ রিপোর্টার, ঢাকা : টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশের বড় কোম্পানিগুলো প্রতিবছর ২০-২৫ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর সিড়ডাপ মিলনায়তনে একশন এইড আয়োজিত ‘আনভেলিং টেক্স টেকলাইন প্রপার্টি : সাম পলিসি কনডাইরেশন’ শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন।

তিনি জানান, দেশের মোবাইল কোম্পানিগুলো সিম রিপ্লেসমেন্টের নামে প্রতিবছর তিন হাজার কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে। এছাড়া ব্রিটিশ টোবাকোর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার কর ফাঁকির কথা তো সবাই জানে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ, একশন এইডের পলিসি প্রোগ্রাম পরিচালক আজগর আলী সাব্বির প্রমুখ।

(ওএস/এটি/ এপ্রিল ০৫, ২০১৪)