মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিদ্যুৎ সেক্টরে ট্রেড ইউনিয়ন বাতিলের নির্দেশনার বিরুদ্ধে আজ সোমবার দুপুরে ১ ঘন্টা কর্মবিরতী, মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে জেলায়  বিদ্যুৎ শ্রমিক লীগ এর নেতাকর্মীরা।

দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতী শেষে শহরের বিদ্যুৎ অফিসে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধন করে শ্রমিকরা। পরে তারা সেখান থেকে মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সমাবেশ করে শ্রমিকরা।

খান রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, শ্রমিক নেতা রফিক সেরনিয়াবাদ, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামানসহ অন্যরা।

বক্তরা জানান- একটি কুচক্রি মহল বিদ্যুৎ খাতকে ধ্বংস করার জন্য সরকারের মধ্যে থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। সম্প্রতি বিদ্যুৎখাতের সকল ট্রেড ইউনিয়ন বন্ধের জন্য মন্ত্রী পরিষদে একটি সুপারিশ করেছে বিদ্যুৎ মন্ত্রনালয়ের এই কুচক্রি মহলটি। এরই ফলশ্রুতিতে বিদ্যুৎ শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের সংগঠন ট্রেড ইউনিয়ন বন্ধের পায়তারা করছে তারা। এ ধরণের কোন সিদ্ধান্ত হলে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিক নেতারা।



(ডিসি/এসসি/অঅগস্ট৩১,২০১৫)