মান্দায় ভাইয়ের হাতে ভাই খুন , ৩ নারীসহ গ্রেফতার ৫
নওগাঁ প্রতিনিধি :সোমবার সকালে নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে খুন হয়েছে ছোটভাই এরশারতুল্লা ওরফে ইচা (৪৫)। নিহত ইচা উপজেলার দোডাঙ্গী গ্রামের মৃত লছিমুদ্দীন মন্ডলের পুত্র। এদিন সকাল ৭টার দিকে নিহত ইচার বাড়ির পিছনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনায় বড়ভাই জয়েন উদ্দিন ও ৩ নারীসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানা গেছে, বড়ভাই জয়েন উদ্দিনের টিনের ছাউনির পানি পড়ে নিহত ইচার মাটির বাড়ির ঘর ধসে পড়ার উপক্রম হয়েছে। সোমবার সকালে বড়ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ছোট ভাই ইচার বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে ইচার ওপর হামলা চালিয়ে মারপিট করে। এতে ঘটনাস্থলেই ইচার মৃত্যু ঘটে। এসময় স্বামী ইচাকে বাঁচাতে স্ত্রী লতিফুন খাতুন (৩৭) এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়। আহত লতিফুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনায় লতিফুন খাতুন বাদি হয়ে ভাসুর জয়েন উদ্দিন (৪৭), তার স্ত্রী মর্জিনা বেগম (৩৮), ছেলে সাগর হোসেন (১৮), মেয়ে রেশমা খাতুন (২০) ও রিমা খাতুনের (১৩) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, নিহত ইচার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার পর জয়েন উদ্দিন, মর্জিনা বেগম, সাগর হোসেন, রেশমা খাতুন ও রিমা খাতুনকে গ্রেফতার করা হয়েছে।
(বিএম/এসসি/অঅগস্ট৩১,২০১৫)