স্পোর্টস ডেস্ক : স্পেনের মোমের জাদুঘরে অনেক আগেই স্থান পেয়েছে রোনালদোর মূর্তি। তবে এবার সেই মূর্তির আদলে আরেকটি মূর্তি দেখা যাবে রোনালদোর মাদ্রিদের বাসায়। আর এর জন্য রোনালদোকে গুনতে হয়েছে ৪৩ হাজার ডলার।

মূর্তিটি বানানোর জন্য রোনালদো ইংল্যান্ডের ভাস্কর্য শিল্পী মাইকেল ওয়েডকে নিয়োগ দিয়েছেন। তিনি দুই বছর আগে জাদুঘরের মূর্তিটি বানানোর মূল কারিগর ছিলেন। এ প্রসঙ্গে ওয়েড জানান, `রোনালদো বলেছেন জাদুঘরের মূর্তিটির মতোই নতুন মূর্তিটি শতভাগ হতে হবে। আগের মূর্তিটি ২০১৩ সালে বানানো হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেটির মতোই নতুনটি বানাতে।`

তবে নতুন মূর্তির চুলের স্টাইল নিয়ে বিপাকে পড়েন ওয়েড। কারণ, কিছুদিন পরপর পর্তুগিজ তারকা তার চুলের স্টাইল পরিবর্তন করেন।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৫)