নওগাঁ প্রতিনিধি :সোমবার দুপুরে নওগাঁর সাপাহার সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার সীমান্তের কৃষ্ণসদা গ্রামের সন্নিকটে মেইন পিলার ২৩৬ সংলগ্ন ভারতের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন বিজিবি পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি এবং ভারতের পক্ষে বিএসএফের ১১ সদস্যের প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন বিএসএফ ৩১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট টি এস নেগী।

বৈঠকে সীমান্তহত্যা, বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের নির্যাতন, সীমান্ত পরিস্থিতি এবং সীমান্ত সংক্রান্ত বিভিন্ন অপরাধ রোধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিএসএফ কমান্ড্যান্ট উপরোক্ত সীমান্ত হত্যাসহ অন্যান্য অপরাধ রোধে সর্বাত্মক সহযোগিতা প্রদানে বিজিবিকে আশ্বস্থ করেন। পতাকা বৈঠকের পাশাপাশি সীমান্তে অপরাধ রোধে সীমান্ত এলাকায় বিজিবির প্রচারনা ও প্রেষণা মূলক কর্মসূচী ও টহল কর্মকান্ড জোরদার করার আহবান জানানো হয়। এছাড়া জেলার সাপাহার ও পোরশা সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

(বিএম/এসসি/অঅগস্ট৩১,২০১৫)