গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জ থেকে ৯৮৩ বোতল ফেন্সিডিলসহ এক লেগুনা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চালক বাবুল হোসেন (২৬) লেগুনার বিভিন্ন স্থান কেটে বিশেষ ভাবে ফেন্সিডিল গুলো ভরে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় নিয়ে যাচ্ছিল। সে চাঁদপুরের মতলব উপজেলার টুসপুর গ্রামের কবির হোসেনরের ছেলে। নরসিংদী সদরের সাটিরপাড়া এলাকায় ভাড়া থাকে সে লেগুনা চালায়।:গাজীপুরের কালীগঞ্জ থেকে ৯৮৩ বোতল ফেন্সিডিলসহ এক লেগুনা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চালক বাবুল হোসেন (২৬) লেগুনার বিভিন্ন স্থান কেটে বিশেষ ভাবে ফেন্সিডিল গুলো ভরে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় নিয়ে যাচ্ছিল। সে চাঁদপুরের মতলব উপজেলার টুসপুর গ্রামের কবির হোসেনরের ছেলে। নরসিংদী সদরের সাটিরপাড়া এলাকায় ভাড়া থাকে সে লেগুনা চালায়।

জানা গেছে, কালীগঞ্জ উলুখোলা বাইপাস সড়কের রাথুরা এলাকায় সোমবার দুপুরে লেগুনাটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এ সময় চালকের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লেগুনার বিভিন্ন স্থান কেটে ৯৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া লেগুনা চালক বাবুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ফেন্সিডিল গুলো কিনে রূপগঞ্জ উপজেলার গাউছিয়ায় নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

(এসএএস/এসসি/আগস্ট৩১,২০১৫)