গাজীপুর প্রতিনিধি :মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, ৭৫’ সালে ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান। শুধু  তাই নয় ওই খুনিদের রক্ষার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। খুনিদের বিদেশী দূতাবাসে চাকরি দিয়েছিলেন।

মন্ত্রী সোমবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার ও সাবেক এমপি কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম, ডেপুটি ইউনিট কমান্ডার মোঃ মহর আলী, এসএম মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মোঃ ইমান উদ্দিন, আবু হানিফ, আক্তারুজ্জামান শুকুর, মোঃ মোশারফ হোসেন দুলাল, মোঃ আরিফ হোসেন খান প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত ছিলেন। আমেরিকার গোয়েন্দা সংস্থার লোক ভাড়া করে সজিব ওয়াজেদ জয়কে অপহরণের পর হত্যার পরিকল্পনা করা হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের এক নেতা গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ১৯৭০ সালে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার নেতৃত্বে ৯মাস যুদ্ধ করে ১৯৭১সালে পাক বাহিনীকে পরাজিত করে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।


(এসএএস/এসসি/আগস্ট৩১,২০১৫)